Thursday, September 13, 2018

কবিতা স্বপন কুমার দাস





একটি তের নম্বর আর্টিকেল


আমি কখনো জেব্রাক্রসিং পার হইনি
জানি ওপারেই যৌন পল্লী
তাপস শুভজিৎরা ওখানে বারবার যায়
জামায় বেশ্যার অন্ধকার লেগে থাকে
ফিল্টার নেই আলোকিত আত্মহত্যার হাই প্রোফাইল দুপুর কিম্বা রাত
ভয়ংকর ককটেল উত্তেজনা ভাঁজে আটকে যায় পুরানো বসন্ত
আমি শব্দের অন্তরে ইন্টারনেট গড়ি ঠোঁটে বিবর্ণ জলাভূমি
বাইরে ভিতরে চেঞ্জ হবার চেষ্টা করেও
সেই একই অবস্থা আমার সত্তা আমার মন আপডেট করছি
ভালোলাগা বৃষ্টির দিনগুলো ফোর জি এন্ড্রোয়েডে বেঁধে রাখি
নতুন কক্ষপথের কেমেষ্ট্রি জানা নেই।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

"ইস্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দিবার কল। মাস্টার এই কারখানার একটা অংশ। সাড়ে দশটার সময় ঘণ্টা বাজাইয়া কারখানা খোলে। ...