Thursday, September 13, 2018

কবিতা-ইন্দ্রনীল চক্রবর্তী






প্রেম


(১)

এক জোড়া উজ্জ্বল চোখ
               - আজ আমার প্রেম
বাকিটা শুধু শেষ নক্ষত্র লেগে থাকা ভোর।


(২)

লিখতে বসে যে লেখা আর লেখা থাকেনা
                                      - নদী হয়ে যায়।

(৩)

‘ ফোন আসে, ফোন যায়'
                    - একটা বিশ্বাস নিয়ে বুথ
                                        একা দাঁড়িয়ে থাকে।


(৪)

আমি নিঃশ্বাস গুনতে শিখে গেছি
            - কিন্তু তোমায় গুনতে শিখিনি।


(৫)

উপাসনা শেষ হলে,
মৃত্যুরও পরে খোলা চোখে- লেগে থাকে
ক্ষেতের স্বপ্ন, রাধিকার দিন, দেহজ অছিলা।



(৬)

রান্না ঘর একই আছে
যা যা দরকার সব খুঁজে পাওয়া গেছে
                                   - অথ লবণাক্ত।

(৭)

চাঁদ দিও না
নেপচুন দিও
          দুরের রূপক নবীন অতিথি- প্রিয়।

(৮)

ঘর ভর্তি জল নেমে গেছে।
অতঃপর শুরু হল আমার রোদ চশমা জীবন।


(৯)
কিছু সময়ের পর আরও কিছু সময় যায় - এরপরে আরও কিছু।
প্রতিটি ব্যবধানে তুমি থেকে যাও ।


(১০)

যা কিছু লেখা হল- হয়তো তা না,
যা কিছু লেখা হল না - হয়তো তাও না ।


2 comments:

  1. chomotkar. haiku'r mejaj bangla swadey. ekdin dekha holey bistarito kotha hobey :)

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

"ইস্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দিবার কল। মাস্টার এই কারখানার একটা অংশ। সাড়ে দশটার সময় ঘণ্টা বাজাইয়া কারখানা খোলে। ...