Monday, September 10, 2018

তিনটি কবিতা- নবকুমার পোদ্দার






প্রিয়া 

তুমি জানো না,ভালভাসা হলে কনকনে হাওয়ার ভিতর স্রোত এসে পড়ে। পায়রা উড়ে যায় অশ্রুমতী নদীর তীরে।ঝরনার আবেগ হেমন্ত পাহাড়ের জন্য ক্ষত, নববিক্ষত হয়।আস্পর্ধায় মেঘ ডাকে। অব্যক্ত ভোরে দিন সোপানে বসে থাকে।

তুমি জানো না?




আমাদের গোল্লা ছুটল রে

ক্রমশ ভারী অনন্ত জিজ্ঞাসা
হাঁটু ভাঙা 'দ'প্রেমে 
অমল দা পদত্যাগ

লিখেছেন সুধা 
এক্স, ওয়াই লেটারে চিকিৎসা

অতএব ম্যাপ বদলে 
বসন্তবাগান 

আমাদের গোল্লা ছুটল রে...এ... এ

চল তন্ময় ফ্রন্টফুটে জমিয়ে

বিড়ি ধরাই।



মা

আলপনায় কেয়ার অফ প্রতিবেশী
এখানে আলাপচারিতার নাম আমার মায়ের নামেই।

                  শুধু-

আহার রৌদ্রস্নান নিতেই
মা ঠিক সূর্য বেড়ে রাখে। 

1 comment:

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

"ইস্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দিবার কল। মাস্টার এই কারখানার একটা অংশ। সাড়ে দশটার সময় ঘণ্টা বাজাইয়া কারখানা খোলে। ...