Thursday, September 13, 2018

একগুচ্ছ কবিতা সবর্না চট্টোপাধ্যায়







ব্যর্থতার পর



কী ভীষণ কষ্টে
কাতরেছি
তছনছ হয়েছি।
অনন্ত অন্ধকার কেটেছে ফ্যানের ব্লেড।
তবু মাঝে মাঝে একটা জোনাক
ফিকে হতে হতে ভোর হত...
মা হরলিক্স রাখত
সাজানো পড়ার টেবিল।
গাছে বেল ফুল
আমের সময়, বাবা আনছে থলি ভরে।
মাছের গন্ধে অবুঝ বেড়াল
আবার চাঁদ নিয়ে খেলছে
খেলতে খেলতে দেখি,
ভালোবেসে ফেলেছি কখন
আবার নিজেকেই !





আমাদের গাছ কই


পড়ছিলাম একমনে,
“ক্যালিফোর্নিয়া থেকে যখন এল দোয়েল”
মেঘের পেট চিরে তখুনি বসল পাখিটা
তাকালো আশেপাশে
না, মুখে তার সিগারেট নেই।
যেন গাঙুরের জলে ধুয়ে আসা ফিনফিনে পাখা
কত বছর হাঁপিয়ে হাঁপিয়ে
দড়িতে শুকোনো
ছেঁড়া সম্পর্ক
ফড়ফড়ে ডানা
ছোট ঠোঁট
দশকের পর দশক
কবিতা খুঁটে একদানাও জোটেনি মুখে।
বিষন্ন মন শুধু হাততালি জুটিয়েছে খালি পেটে।
আর
ছলছলে চোখে
আমাকে ঈশ্বর ভেবে জানতে চাইছে
‘আমাদের গাছ কই?’



1 comment:

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

"ইস্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দিবার কল। মাস্টার এই কারখানার একটা অংশ। সাড়ে দশটার সময় ঘণ্টা বাজাইয়া কারখানা খোলে। ...