Friday, September 14, 2018

কবিতা সুব্রত মণ্ডল




ঈশ্বরের সঙ্গে কিছুক্ষণ
_
ওপারে যিনি কথা বলেন তিনি ঈশ্বর।
গতকাল আমি ঈশ্বরের সঙ্গে কথা বলেছিলাম;
কবিতার ভুত-ভবিষ্যৎ নিয়ে,
স্বর্গীয় নয়,রক্ত-মাংসে গড়া এক অদ্ভুত অনুভূতি।
সেদিন ভয়ে ঠোঁট দুটো কেঁপে উঠেছিল,
বুকের ভেতর ঝপাং করে বেজেছিল বৃষ্টির যন্ত্রণা,
একটা দীর্ঘ উপেক্ষা, তীব্র চিৎকার, ভালোবাসা...
আমাকে নদী বলে অনেকটা সময় ভেসে গেলেন উনি,
ভালোবেসে হাত রাখলেন অসুখে।
ঈশ্বর যতসময় ছিলেন আমি শুধু শব্দ করেছি,
নিস্তব্ধে... কল-কল ধ্বনিতে...
এপারের সুপ্রাচীন অন্ধকার থেকে।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

"ইস্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দিবার কল। মাস্টার এই কারখানার একটা অংশ। সাড়ে দশটার সময় ঘণ্টা বাজাইয়া কারখানা খোলে। ...