Friday, September 14, 2018

কবিতা শুভেন্দু চট্টোপাধ্যায়





সরু আর অন্ধকার লেন


সরু আর অন্ধকার লেন , গলি তস্য গলি ঘুরে দেখো ওই নিদ্রা বাড়ি যায় দেখো ওই বারান্দা আন্ধার , সিগারেট পুড়ে পুড়ে আলোর বিন্দু দেখে মুহুর্তে টেনেছে ট্রিগার

শব্দ কিছু দীর্ঘস্থায়ী হয় রেখেছে বাতাসে তাকে , দেয়ালে দেয়ালে
ফিরিয়ে দিয়েছে বুকে , আঘাতের স্থায়ী দাগ  
সে নিয়ে যায় , শহরে প্রতিদিন অফিসপাড়ায়

মাথার ভিতর থেকে বারুদের গন্ধ ভাসে
                             গৃহস্থের নাকের ডগায়

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

"ইস্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দিবার কল। মাস্টার এই কারখানার একটা অংশ। সাড়ে দশটার সময় ঘণ্টা বাজাইয়া কারখানা খোলে। ...