Thursday, September 13, 2018

একগুচ্ছ কবিতা উৎপল তালধি





শব্দবিষয়ক পাঁচটি কবিতা



প্রতিক্রিয়াশীল কিছু শব্দের কাছে অনুরোধ কেঁপে ওঠে
তেজস্ক্রিয় তরঙ্গের মতো,
সুন্দর সৃজনশীল শব্দের কাছে মাথা নত করে থাকি
ফলভারে নুয়ে পড়া বৃক্ষের মতো,
উচ্চাভিলাষী কিছু শব্দের কাছে বেঁচে থাকি প্রতিবাদী
উষ্মার মতো,
নিরস্ত্র দ্রোহের শব্দগুলি
আমাকে ক্রমশ
স্বরসম্পন্ন করে তোলে।


.শব্দের ঘাড়ধাক্কা খেয়ে
আঁধারের কানাচের গায়ে
কবিতার লজ্জাস্থান খুঁজি,
ঠিক তারপর
নরপশুর মিশ্র অবয়বে
নিজেকে আবিষ্কার করে
সঙ্কোচের মাথা খেয়ে
জায়মান কবিতাকে দেখি।

৩.

শব্দের মিউজিয়ামে
ঝুলবারান্দায় সুশায়িত
শব্দের মমি দেখে আমি
মনে মনে তুতেনখামেন।
শব্দ রাজ‍্য,শব্দ সৈন‍্য
শব্দ সিংহাসন,
শব্দের মমির বুকে
অন্তিমশয়ন।

৪.

একএকটি শব্দ যেন
ইলেক্ট্রিক ইল,
ছুঁলে মৃত্যু সুনিশ্চিত।
কতিপয় শব্দ যেন
অমৃতকলস,
জিভে ঠেকালেই কবি
দেবদুর্লভ।
আর কিছু শব্দের মাধ্যম
স্বেচ্ছামৃত‍্যুদণ্ডসমান।


.মৃগনাভি হাতে নিয়ে
শব্দের কাছে বসে থাকি।
ক্রমশ বাতাসে বাজে
প্রতিনিধিত্বের সেই গান
যে-গান শুনবে বলে
মাটি তার কান পেতে আছে।

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

"ইস্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দিবার কল। মাস্টার এই কারখানার একটা অংশ। সাড়ে দশটার সময় ঘণ্টা বাজাইয়া কারখানা খোলে। ...