Thursday, September 13, 2018

একগুচ্ছ কবিতা আকাশ সৎপতি



ল্যুশন ও চোরাস্রোত 

১.

ক্যাপশনহীন স্মৃতিরা দুলছে অবলীলায় 
নতুন আকুতি নীরব হওয়ার কথা বলে 
এই প্রবাহ , এই রোমন্থন 
কিছুদিন ভেসে বেড়াবে 
তারপর ক্রমশ এগিয়ে আসবে 
ঘট থেকে জল ফেলে দেওয়ার দিন 

২.

সমস্ত পর্যালোচনার উপরেও 
একটা সত্যি আছে 
একটা সরলরেখা আর কিছু নিশ্চুপ যতিচিহ্নে সাজানো স্তর 
নিছকই পুরাকালে হারিয়ে যায় নি 
এখনও ছায়া দীর্ঘ হলে 
হু হু করে বয়ে যায় বাতাস 
আর ইতিহাস মুখ লুকোয় প্রচ্ছন্ন ভিড়ে 

৩.

ব্যাথারা আত্মঘাতী হওয়ার কথা বলে আজকাল 
বুঝিয়ে দিয়ে যায় হিসেব 
এইভাবে জীবন নাচে 
সামনে অবিরাম হেঁটে যাওয়া নিয়ে 
শুধু শেষরাতের রিসিভ লিস্টে 
হুমড়ি খেয়ে পড়ে 
পুরনো কনভারসেশনের চিৎকার 

৪.

অহেতুক নিরাপত্তা নিয়ে 
বাষ্পেরা নিরপরাধ প্রহর গোনে 
এই শোক মর্মস্পর্শী নয় 
মুরাকামির পুরনো খাঁজে ইদানীং নতুন বিকল্প সাড়া দেয় 
ভুল ম্যাপে অজানাকে লোকেট করে 
মৃত রজনীগন্ধা ! 

৫.

একলা শহর বিস্ফোরণের দিন মনে রাখে 
ডিভাইডারে কাঁচা রক্তের ঘ্রাণ 
এই দিক পরিবর্তন স্থূল ও সাময়িক 
গোধূলির গাঢ় রোদে 
আগামীর ব্যাকরণ-সূত্র ফুটে ওঠে 

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

"ইস্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দিবার কল। মাস্টার এই কারখানার একটা অংশ। সাড়ে দশটার সময় ঘণ্টা বাজাইয়া কারখানা খোলে। ...