Thursday, September 13, 2018

গুচ্ছ কবিতা ইন্দ্রাণী মুখোপাধ্যায়







চুম্বক

মেজোকাকা স্থিরতা ঘোরান
দুর্লভ চুম্বক যেন, হাতবালার মতো
গয়না তো নয়,
কী আশ্চর্য সেই একমনে একাগ্র খেলা

বয়স্ক-মানুষ সারাবেলা
স্নান-খাওয়া ছেড়ে
স্থিরতার চাকা হাতে নির্বাক
টারবাইনে ঘোরাচ্ছেন জল
উড়ছে বিদ্যুৎ-প্রলাপ
গল্পের ঘোরের মধ্যে গোল হয়ে
মেজোকাকা-ঊষণ-পূষণ
ঝুলনের চেয়ার-টেবিল
ছোট ছোট পুতুলেরা সান্ত্রী ও সেপাই
এমনকী কেশব চঞ্চলও
মায়নমার-সিরিয়ার শিশুরা সবাই...           






কল্যাণীদি

জানো কী কাজের রং ? গভীর সোনালি
না-না কল্যাণীরা গভীরতা নয় তাই
ওরা শুধু হাঁটে
হেঁটে যায় এ-বাড়ি ও-বাড়ি
আমি ওকে দিদি বলে ডাকি
কুটনো কোটা থেকে জিরের ফোড়ন
ঘর-দোর ময়লার সাফাই
গোটা দিন
         সারাটা জীবন

ঘর থেকে এক-পা দূরেই
একা নয়, বসতির উপশিরা
রোজ রোজ ভোরবেলা কল্যাণী বিভুঁই
আগুন ধরায়, রান্নাবান্না সেরে
হাঁটা দেয় কাজের ভাবেই
আমি তার কতটুকু ছুঁই...



শিকড়ের হাত     

বেশিদিন চলবে-না তা জানি
সহজেই এসে যেতে পারে ঝড়
যে-কোনও সময়, এভাবেই তুমি ভাবো
বিপদের ধাপে ধাপে পা-দুটো রেখেও
পার হও পথের সুদূর...

নদীর পাড়ের শেষে বাঁকের জটিলে
তুমি ওড়ো বাদামি-সবুজরঙা পাখি
গাছেরা ডানায় মাখে সেই গাঢ় রং
তোমার চুলের গোছা আর শিকড়ের মাটি
ভেদ করে সব আঁকা-আঁকি
এভাবে জড়িয়ে যায় বাড়ি-ঘর-সুখ-দুঃখ
               চির-বসবাস
যতদূর চলে যায় ক্রমাগত চলা
           আমাদের শিকড়ের হাত...
                                                                              


4 comments:

  1. কবিতাগুলো পড়লাম। বেশ ভালো লাগল, যেন বার বার পড়ার টান দেয় ওগুলো।

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ। এই ভালোলাগাই আমার অক্ষয় প্রাপ্তি।

      Delete
  2. কবিতাগুচ্ছ অনবদ্য...চুম্বক...

    ReplyDelete
  3. খু্ব ভাল লাগল ইন্দ্রাণী । বেশ অন্যরকম ।

    ReplyDelete

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

"ইস্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দিবার কল। মাস্টার এই কারখানার একটা অংশ। সাড়ে দশটার সময় ঘণ্টা বাজাইয়া কারখানা খোলে। ...