Thursday, September 13, 2018

দুটি কবিতা নীপবীথি ভৌমিক





সঙ্গীত


   এই যে একলা বসে আছো আর দূর থেকে
    ভেসে আসে এক অলীক ডাক,
       আদেও কি শুনেছো তার ধ্বনি ?

অথচ, মূর্ছনায় ভেসে যাও । ভেসে যেতে চাও…
  জল-ঋতু-সুরের সহবাসে,

    জন্ম অন্ধ হয়। অন্ধ হয় যেমন তোমার মায়াটান।
    অলৌকিক সব কিছুই জেনেও হাত ছুঁয়ে থাকা
       নিভৃত স্পর্শের অধিকারে ।



ঋণ


  আবারও সেই হেমন্ত নদীর আখ্যান ।
   প্রথম জলজ তাপ ছুঁয়ে যেতে যেতে যে নদী মাটি হয়ে গিয়েছিল !

     সন্ধ্যে নামে, ধূসর ডানার কাছে ঋণ রেখে যায় ।
     এ জন্মের যত জন্ম শেষের উৎসব;
   আমি তো মেঘবতী মেয়ে,মরণ তাই আমায়
    নিঃসঙ্গতায় বেঁধে যায় জীবন প্রতি জন্মে ।


No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

"ইস্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দিবার কল। মাস্টার এই কারখানার একটা অংশ। সাড়ে দশটার সময় ঘণ্টা বাজাইয়া কারখানা খোলে। ...