Thursday, September 13, 2018

দুটি কবিতা দয়াময় বন্দ্যোপাধ্যায়






মৃগনাভি গন্ধের দরজা

কেন তবে অজ্ঞাতবাস ? নদীজন্ম হলো না কোথাও
নিয়মিত পাখিটির ঠোঁট এসে গাছের শরীরে মিশে যায়
শরীর উপাস্য নয় ; গাছে থাকে যাপনমুদ্রা নিয়মিত
ওড়নায় নীল মেদুরতা
অনায়াস গার্হস্থ, বানপ্রস্থে চলো প্রিয়তম

বৃক্ষবীজে দুটি নাম শব্দহীন ঘুমের মতো
এভাবেই অতলান্তিক পরাগে নামছে নামগান
মায়ামৃত্যু মোহমূর্তি সাবলীল প্রশ্রয়ে প্রশ্রয়ে

ভাঙতে ভাঙতে ঢেউ, আর
ফিরে যেতে যেতে অনন্ত গভীর . . .



জ্যোৎস্নাযাপন

এগোনোর কথা বলতে গিয়েই হাত থেকে খসে গেল মাধ্যাকর্ষণ
শূন্যতায় . . . শূন্যতায় . . . বিস্মরণ বাতাসবর্জিত
এভাবেই থেকে যাক ধীরে ধীরে ঘোলাটে ঘোর
অনতিদূরে বালক বয়সের পেটকাটি, চাঁদিয়াল
এখনও বলে যায় নি মায়াবিকেলের প্রাপ্তিস্থান আর কোথায়?
নগরকীর্তনে এসে দূর থেকে আবিরের দাগ
হলুদ কমলা রঙ মধুমাছি খেতে আসা পাখিটির গলায়

মধ্যগ্রীষ্মে সঙ্গম আর বিস্ময়ে বিস্ময়ে বিভাবরী


No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

"ইস্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দিবার কল। মাস্টার এই কারখানার একটা অংশ। সাড়ে দশটার সময় ঘণ্টা বাজাইয়া কারখানা খোলে। ...