Friday, September 14, 2018

কবিতা-- কল্পর্ষি বন্দ্যোপাধ্যায়






অসুখের লেখা


সংকেতবহ যা কিছু লিখেছি আমি দাহপত্রে
প্রত্যায়িত চিঠির নকলে ,দেখি আজ বৃথা যায়
বন্দরের স্থির প্রশ্নে
নাবিক আহত জাগে ,ব্যাথার জাহাজ যায়
নিরুত্বর প্রেমের দেবতা
তোমার চোখের কাছে আমার প্রয়াসগুলি
নুয়ে থাকে
সাম্প্রতিক হতাশায় বাদুড়ের মতো ,তবু চেষ্টা
আন্তরিক
সিগারেট ধরানোর ,একা হয়ে যাওয়া সন্ধ্যার বিষে
কালবোশেখির ঝোড়ো হাওয়া লেগে বাতি
নিভে গেলে
লোকহিতার্থে প্রার্থনা করি ,ঝড় থেমে যাক ।

টানাবারান্দায় মোমবাতি জ্বলে ,ক্ষয়ে ক্ষয়ে যাই
অসুখ অসুখ ...

1 comment:

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

"ইস্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দিবার কল। মাস্টার এই কারখানার একটা অংশ। সাড়ে দশটার সময় ঘণ্টা বাজাইয়া কারখানা খোলে। ...